গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, গত মঙ্গলবার দিল্লিতে ইডি-র দফতরে তলব করা হয় দেবকে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর, একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম উঠে এসেছে। সে বিষয়ে দেবের বয়ান রেকর্ড করা হয়। যাচাই করা হয় তথ্য। এর আগে সিবিআই-ও জিজ্ঞাসাবাদ করেছে দেবকে।