Ananda Sokal: শরদ পাওয়ারকে হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর, চাঞ্চল্যকর অভিযোগ শিবসেনার মুখপাত্রের

ABP Ananda 2022-06-24

Views 22

এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারকে (Sharad Pawar) হুমকি দিয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। এই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শিবসেনার (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, ওই কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারকে (Sharad Pawar) বলেছেন, মুম্বইয়ে ঢুকতে দেবেন না। এ বিষয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহকে (Amit Shah) তাঁদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন শিবসেনার মুখপাত্র। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, শিবসেনার ১২ জন বিক্ষুব্ধ বিধায়ককে সাসপেন্ড করার আর্জি জানিয়ে মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের কাছে চিঠি দেওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS