Tarun Majumder Health Update: পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক

ABP Ananda 2022-06-23

Views 43

পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক। ৩ দিন ধরে ভর্তি রয়েছেন এসএসকেএমে-র সিসিইউ-তে। হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্য ও কিডনির সমস্যায় ভুগছেন বর্ষীয়ান পরিচালক। দুপুরে ডায়ালিসিস হয়েছে। গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। পরে নিয়ে যাওয়া হয় মেন ব্লকের সিসিইউ-তে। তরুণ মজুমদারের চিকিত্‍সায় বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন মেডিসিন, কিডনি, হার্ট স্পেশালিস্ট। এসএসকেএম সূত্রে খবর, প্রয়োজনে অন্য বিশেষজ্ঞ চিকিত্‍সকেরও পরামর্শ নেওয়া হচ্ছে। দুপুরে বর্ষীয়ান এই পরিচালকের ডায়ালিসিস হয়েছে। এদিন নবান্নে যাওয়ার পথে, এসএসকেএমে গিয়ে তরুণ মজুমদারের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে দেখতে যান মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীও।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS