পাভলভ হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এবারই প্রথম নয়, গত বছরের জুলাইয়ে একটি তদন্তের সূত্রে পাভলভের সুপারের কাছে পুলিশের তরফেও বেহাল অবস্থা নিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল। অভিযোগ, তারপরও কিছু হয়নি। ১৫ বছরের এক বিচারাধীন বন্দি পাভলভ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত করে তপসিয়া থানা। তপসিয়া থানার ওসি পাভলভ সুপারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন। সূত্রের দাবি, সেই তদন্ত রিপোর্টে বলা হয়েছিল, হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে। লোহার ফেন্সিং ভাঙা। পাঁচিল ভাঙা। নিরাপত্তার অবস্থা বেহাল। পুলিশ কর্মীদের ডিউটি করার মতো পরিস্থিতি নেই, এতটাই বেহাল অবস্থা।