বড়বাজারে একটি দোকান থেকে প্রচুর টাকা মূল্যের সোনা উদ্ধার করল কাস্টমস। সূত্রের খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের ওই দোকানে তল্লাশি চালান কাস্টমস এর অফিসাররা। দোকানে বিদেশ থেকে বেআইনিভাবে আনা ৯ কেজির বেশি সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। দোকান মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।