মহারাষ্ট্রে সঙ্কট আরও বাড়ল উদ্ধব ঠাকরে সরকারের। সূত্রের খবর, তিন মন্ত্রী-সহ ৩৪ জন বিধায়ককে নিয়ে মোদির রাজ্য গুজরাতের সুরাতের একটি হোটেলে রয়েছেন মহারাষ্ট্র সরকারের পুর ও নগরোন্ননমন্ত্রী একনাথ শিন্ডে। এর প্রেক্ষিতে বেলা ১২টায় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুম্বইতে ডেকে পাঠানো হয়েছে কংগ্রেস বিধায়কদের। সরকার পতনের কাউন্টডাউন শুরু, কটাক্ষ বিজেপির। চিন্তার কারণ নেই বলে জানিয়েছে মহারাষ্ট্রে শিবসেনার জোট শরিক কংগ্রেস। বিজেপির চক্রান্ত বানচাল করে ফিরবেন শিন্ডে, আশাপ্রকাশ করেছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। এদিকে মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জেপি নাড্ডার বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।