রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর। পুরসভার তরফে খোলা হল কন্ট্রোল রুম। হেল্পলাইন নম্বর 75570-35194। আজ সকালে বেশিরভাগ জায়গাতেই জল নেমে যায়। তবে শিলিগুড়ি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগরে এখনও হাঁটু-সমান জল। স্থানীয়দের অভিযোগ, নিকাশি বেহাল, তাই প্রতিবার বর্ষায় বাড়িতে জল ঢুকে যায়। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।