আজ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের থিম, মানবতার জন্য যোগাভ্যাস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যোগই বিশ্বজুড়ে শান্তি আনতে পারে। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী উত্সবে পরিণত হয়েছে। ২ বছর বিশ্বজুড়ে কঠিন সময় গিয়েছে। তারপরও যোগ নিয়ে উত্সাহ তুঙ্গে। মহীশূর প্যালেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। মোদি বলেন, "আমরা যতই চাপের পরিবেশে থাকি না কেন, কয়েক মিনিটের ধ্যান আমাদের মাথা ঠাণ্ডা করে এবং আমাদের কাজের গতি বাড়ায়। তাই যোগব্যায়ামকে একটি অতিরিক্ত কাজ হিসাবে বিবেচনা করা উচিত নয়। " প্রধানমন্ত্রী মন্ত্রী বলেন।