আনিস হত্যাকাণ্ডের তদন্ত কার হাতে? কাল রায় দেবে হাইকোর্ট। কাল সকাল ১০.৩০: রায় দেবেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই চেয়ে আদালতে আবেদন করেছিল ছাত্রনেতার পরিবার । সিবিআই নয়, সিটের তদন্তেই আস্থা রেখে সওয়াল রাজ্য সরকারের । ১৮ ফেব্রুয়ারির রাতে হাওড়ার আমতায় আনিস খানের রহস্যমৃত্যু। গভীর রাতে পুলিশি অভিযানের সময় আনিস খানের রহস্যমৃত্যু