মুক্তি পেল বহু প্রতিক্ষীত ছবি ‘সাবাস মিঠু’-র ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিংয়ে অনুষ্কা শর্মা। প্রকাশ্যে এল ‘শেরদিল দ্য পিলভিট সাগা’-র নতুন গান। সিরিজ ‘সিটাডেল’ -এর শ্যুটিং শেষ করলেন প্রিয়ঙ্কা চোপড়া। নাচের ছন্দে পা মেলালেন জয়দীপ অহল্বাত ও সোনালী বেন্দ্রে। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-র শ্যুটিংয়ের দৃশ্য অনুরাগীদের জন্য পোস্ট করলেন পরিচালক অরিন্দম শীল। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।