পঞ্চায়েত ভোটের আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ। রুদ্ধদ্বার বৈঠকে উঠল জেলা সভাপতিকে সরানোর দাবি। আন্দোলনের রূপরেখা তৈরি করতে গতকাল কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি-সহ একাধিক নেতা। সেখানে দলের জেলা সভাপতিকে অচল পয়সা বলে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি। জেলায় বিজেপিকে নির্মূল করবেন জেলা সভাপতিই, অভিযোগ করেন ধূপগুড়ি ব্লকের এক প্রাক্তন মণ্ডল সভাপতি।