বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা জানানো যায়নি। সেনাবাহিনীতে নৈরাজ্যের স্থান নেই। পুলিশের প্রশংসাপত্র না পেলে নিয়োগ নয়। বিক্ষোভাকারীদের কড়া বার্তা তিন বাহিনীর। ২৪ জুন থেকে অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া। অগাস্টের প্রথম সপ্তাহ থেকে শারীরিক পরীক্ষা। ডিসেম্বরে প্রথম পর্যায়ের নিয়োগ শেষ। সেনার মতো ভাতা অগ্নিবীরদের। সেবা নিধি প্যাকেজ আয়করমুক্ত, দিতে হবে না প্রিমিয়াম। দক্ষতার জন্য শংসাপত্র। ব্রিজ কোর্স করে অন্য কাজের সুযোগ। আশ্বাস সেনার তিন বাহিনীর।