Agneepath: অগ্নিপথ-বিক্ষোভে আজও ভোগান্তি, বিহারে দিনভর বন্ধ ট্রেন। Bangla News

ABP Ananda 2022-06-19

Views 70

অগ্নিপথ-বিক্ষোভে আজও ভোগান্তি, বিহারে দিনভর বন্ধ ট্রেন। বাংলাতেও ‘অগ্নি’-আঁচে দূরপাল্লার ট্রেনে কোপ। আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ও মালদা টাউন-পাটনা এক্সপ্রেস। সময়সূচি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। এগুলি হল, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ও হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS