শিয়ালদা ডিমপট্টিতে দুই ভাইয়ের বচসা। দাদাকে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত বছর চৌত্রিশের অনির্বাণ খাসনবিশ পেশায় গ্রামীণ ব্যাঙ্কের কর্মী। অভিযুক্তকে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। আক্রান্ত ব্যাঙ্ক কর্মীকে এনআরএসে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর।