Pavlov Hospital : ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় রোগীদের, পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ABP Ananda 2022-06-19

Views 14

পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও বড় দুর্নীতির অভিযোগ। নজরদারি ছাড়াই আবাসিকদের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা বরাদ্দ। ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাঁতে পাস হয়ে যায় বিল। রোগীদের খাবারের পরিমাণ কম ও নিম্নমানের।দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয় রোগীদের, নেই কোনও ডায়েট কমিটি। বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হয় আবাসিকদের পোশাকের জন্য। তবু ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। রোগীদের দেওয়া হয় না অন্তর্বাস। হাসপাতালের আউটডোরের অবস্থাও দুর্বিষহ। জানালা-দরজা ভাঙা, শৌচাগার ব্যবহারের অযোগ্য। সাধারণ চিকিৎসা সরঞ্জাম, ওষুধ নেই হাসপাতালে। স্বাস্থ্য দফতরের নজরদারি দলের রিপোর্টে উল্লেখ। লিখিত জবাব চেয়ে ৭ দিনের সময়সীমা হাসপাতাল সুপারকে: সূত্র।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS