বাগদাকাণ্ডের মতোই এবার টেট-দুর্নীতির অভিযোগ উঠল বনগাঁর চন্দনের বিরুদ্ধে। নাম না করে তৃণমূলের আদিবাসী সংগঠনের নেতার বিরুদ্ধে চাকরি ও বদলি করানোর নামে টাকা নেওয়ার অভিযোগে ফেসবুক পোস্ট। অভিযুক্ত তৃণমূল নেতা বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। ফেসবুকে পোস্টে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে। দুর্নীতি-যোগ অস্বীকার করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযুক্তকে গ্রেফতার করলে জানা যাবে তৃণমূলের রাঘব বোয়ালদের নাম, কটাক্ষ বিজেপির। অভিযোগ থাকলে প্রশাসনের দ্বারস্থ হোক অভিযোগকারীরা, প্রতিক্রিয়া শাসকদলের।