কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। মৃতের নাম সোহম বসু। গড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স কর্মাশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, ২১ বছরে তরুণের নেশা ছিল ক্রিকেট। পুলিশ সূত্রে দাবি, খেলাধুলো নিয়ে মেতে থাকায় তরুণকে বকাবকি করতেন মা। গতকাল ক্রিকেট খেলার জন্য পাড়ার দুই বন্ধু সোহমকে ডাকতে আসে। সেইসময় বন্ধুদের ফিরিয়ে দিয়ে ফের ছেলেকে বকাবকি করেন মা। এরপর কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বসু দম্পতি। ফিরে এসে তাঁরা বেডকভার দিয়ে ফাঁস লাগিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।