পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ৪টি ট্রান্সফর্মারে বিধ্বংসী আগুন। সকাল ৬টা নাগাদ শ্রীপুর মাছবাজার এলাকায় একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরও ৩টি ট্রান্সফর্মারে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। ৪টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। ভোগান্তির শিকার হাজার দশেক মানুষ।