পাটনার অদূরে তারেগানা স্টেশন। শূন্যে গুলি চালিয়ে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য স্টেশন দখলের অভিযোগ। পুড়িয়ে দেওয়া হয় জিআরপি থানার সব গাড়ি, আক্রমণ চলে আরপিএফ ব্যারাকেও। বেশ খানিকক্ষণের জন্য দখল করে নেওয়া হয় তারেগানা স্টেশন। গুলি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।