দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ সবথেকে বেশি পড়েছে রেল পরিষেবায়। ‘বিক্ষোভ-অশান্তির জেরে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচের ক্ষতি হয়েছে’। ‘রেলের পরিকাঠামোগত ক্ষতিও হয়েছে’।‘একদিনেই রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা’,জানানো হয়েছে রেলের তরফে