১০০ বছরে পা দিলেন হীরাবেন মোদি। মায়ের শততম জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী।ধুমধাম করে হিরাবেনের শতবর্ষ উদ্যাপন করছে গোটা পরিবার।গান্ধীনগরের বাড়িতে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি, আজ সারাদিন ধরে গান্ধীনগরে বিভিন্ন অনুষ্ঠান হবে।মন্দিরে চলবে পুজোপাঠ। মায়ের ১০০ বছরের জন্মদিনে তাঁর কাছ থেকে আশীর্বাদ চেয়েছেন বলে ট্যুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চলতি মাসে মোদির এটি তৃতীয়বার গুজরাত সফর। এবার ২ দিনের সফরে ভদোদরায় ২১ হাজার কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।