Morning Headlines: নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায়। উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। Bangla News

ABP Ananda 2022-06-18

Views 82

অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। সেকেন্দ্রাবাদে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ১। আহত ১৩। বিহারের লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর। মৃত্যু যাত্রীর।অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার। সমস্তিপুর, লখিসরাই, সুপৌল,ইসলামপুর, দানাপুরে- ৬টি ট্রেনে আগুন। সাসারামে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগনিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায়। উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। ভাঙচুর বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও।উত্তরপ্রদেশের মথুরা থেকে রাজস্থানের ভরতপুর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আরপিএফের তুমুল সংঘর্ষ, পাথরবৃষ্টি। আন্দোলন-আঁচ দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডেওকেন্দ্রের অগ্নিপথ-বিরোধিতায় দেশজুড়ে আন্দোলন। স্টেশনে স্টেশনে ভাঙচুর-আগুন। তাণ্ডব রাস্তাতেও। ভোগান্তি চরমে। হরিয়ানা, বিহারে বন্ধ ইন্টারনেট।  অগ্নিপথ আন্দোলনের ঢেউ বাংলায়। হাওড়া ব্রিজে বিক্ষোভ। পুরুলিয়া শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে উত্তেজনা। ট্রেন আটকে ২ ঘণ্টার বিক্ষোভ ঠাকুরনগরে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS