স্বাস্থ্য সাথীর সুবিধা ঠিকমতো মিলছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য ও জেলা স্তরে নজরদারি দল তৈরি করল স্বাস্থ্য দফতর। হেলথ সার্ভিসেস-এর ডিরেক্টরকে চেয়ারম্যান করে এই নজরদারি দল তৈরি করা হয়েছে। জেলাতেও জেলার চিফ মেডিক্যাল অফিসার হবেন নজরদারি দলের চেয়ারম্যান। প্রতি মাসে অন্তত ৬টি হাসপাতালে পরিদর্শন করতে হবে নজরদারি দলকে। কোনও হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ড সত্ত্বেও ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠলে বা অন্য কোনও অভিযোগ পেলে নজরদারি দল আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।