সেনায় চার বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতা করে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ ট্যুইটে লিখেছেন, অগ্নিপথ- যুব সম্প্রদায় খারিজ করেছে। কৃষি আইন বাতিল করেছেন কৃষকরা। নোটবন্দি মানেননি অর্থনীতিবিদরা। GST নাকচ করেছেন ব্যবসায়ীরা। দেশের মানুষ কী চান, তা প্রধানমন্ত্রী বোঝেন না। কারণ, তিনি শুধু তাঁর বন্ধুদের কথা শোনেন।