সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। আজ বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন। রেল সূত্রে খবর, ২টি বগি আগুনে পুড়ে গেছে। সমস্তিপুরেই দ্বিতীয় একটি ট্রেনেও আগুন দেয় বিক্ষোভকারীরা। সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে আগুন দেওয়া হয়।