পাহাড়ে GTA নির্বাচনের মুখে দার্জিলিঙের (Darejeeling) ১০টি চা বাগানে (Tea Garden) শ্রমিকরা বকেয়া বেতন মেটানোর দাবিতে ধর্না অবস্থান শুরু করেছেন। নির্বাচনী প্রচারে চা শ্রমিকদের এই ইস্যু তুলে ধরছে বিভিন্ন দল। জেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যে বকেয়া মেটানোর কাজ শুরু করেছে বাগান কর্তৃপক্ষ।