টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের (Alipurduar) একাধিক এলাকা। পুরসভার (Municipality) গাফিলতির দিকে আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা। নিকাশি সমস্যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি (Dhupguri) ব্লকের ডুডুয়া নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কৃষি জমি। বিপদসীমার ওপরে বইছে ডুয়ার্সের একাধিক নদীর জল।