দাদাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লিতে। অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম দেবাশিস চক্রবর্তী। স্থানীয় সূত্রে খবর, মাসকয়েক আগে নিরঞ্জন পল্লিতে বাড়ি ভাড়া নেন বছর আটচল্লিশের দেবাশিস ও তাঁর ভাই। স্থানীয়দের অভিযোগ, দুই ভাইয়ের মধ্যে অশান্তি লেগেই ছিল। গতকাল বচসার জেরে ভাই তাঁর দাদাকে শ্বাসরোধ করে খুন করেন। বিষয়টি জানতে পেরে বাঁশদ্রোণী থানায় খবর দেন প্রতিবেশীরা। রাতে পুলিশ এসে দাদাকে খুনের অভিযোগে ভাইকে গ্রেফতার করে। তাত্ক্ষণিক বিবাদের জের, নাকি অন্য কোনও কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ।