কয়লা পাচারকাণ্ডে আজ দ্বিতীয়বার সওকত মোল্লাকে তলব সিবিআইয়ের। সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে। এর আগে ২৭ মে, প্রথমবারের নোটিসে সিবিআইয়ের কাছে হাজিরা দেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক সওকত মোল্লা। পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে ১৫ দিন সময় চান তিনি। সিবিআইয়ের দ্বিতীয়বারের নোটিসে, ২০ দিনের মাথায় আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। খবর সূত্রের।