ন্যাশনাল হেরাল্ড মামলায়, প্রথম দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, আজ ফের রাহুল গান্ধীকে তলব করেছে ইডি। ইডি-র দাবি, গতকাল দু’ দফায় প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদে কংগ্রেস সাংসদের কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। সেই কারণেই তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। রাহুলের ইডি দফতরে হাজিরা ঘিরে গতকাল মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভে বসেন কংগ্রেস নেতা, কর্মীরা। পুলিশি ধরপাকড় ঘিরে রাজধানীর রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়। সে কথা মাথায় রেখে আজ দিল্লিতে কংগ্রেসের সদর দফতর আকবর রোডের আশপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ব্যারিকেড তৈরির পাশাপাশি, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহুল গান্ধীর বাড়ির বাইরেও কড়া নিরাপত্তা।