Panihati mela Death : পানিহাটিতে চিড়ে উৎসবে মর্মান্তিক মৃত্যু, মেলা বন্ধ, ৪ জন ভর্তি হাসপাতালে

ABP Ananda 2022-06-13

Views 7

পানিহাটিতে মর্মান্তিক মৃত্যু। মহোৎসবতলা ঘাটে দই চিঁড়ের মেলায় বিশৃঙ্খলা, ভিড়ের মধ্যে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৩ পুণ্যার্থীর। অসুস্থ হয়েছেন অন্তত ৫০ জন। মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ। এখনও ৪ জন ভর্তি হাসপাতালে। আজ মন্দির চত্বর থমথমে। চলছে পুলিশের টহলদারি। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, এত ভিড় হবে, তাঁরা ভাবতে পারেননি। ভিড়ের চাপে মন্দিরের দরজা ভেঙে গেছে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS