পানিহাটিতে মর্মান্তিক মৃত্যু। মহোৎসবতলা ঘাটে দই চিঁড়ের মেলায় বিশৃঙ্খলা, ভিড়ের মধ্যে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৩ পুণ্যার্থীর। অসুস্থ হয়েছেন অন্তত ৫০ জন। মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ। এখনও ৪ জন ভর্তি হাসপাতালে। আজ মন্দির চত্বর থমথমে। চলছে পুলিশের টহলদারি। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, এত ভিড় হবে, তাঁরা ভাবতে পারেননি। ভিড়ের চাপে মন্দিরের দরজা ভেঙে গেছে।