পয়গম্বর মন্তব্য বিতর্কের রেশ এবার ছড়াল নদিয়ায়। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর বিক্ষোভকারীদের। মিছিলের পর ভাঙচুরের অভিযোগ। রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর। আর পিএফ এসে দরজা-জানালা বন্ধ করতে বলার পর ট্রেন ছাড়ে। আতঙ্কের কথা শোনালেন যাত্রীরা।