মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা (Beldanga) থানার আইসি (Beldanga IC) বদল। বদলি করা হল সন্দীপন চট্টোপাধ্যায়কে। বেলডাঙা থানার (Beldanga Police Station) নতুন আইসি হলেন জামালউদ্দিন মণ্ডল। তিনি রাজারহাট থানার আইসি ছিলেন। এটিকে রুটিন বদলি বলে জেলা পুলিশের দাবি।