Jhargram News: ঝাড়গ্রামজুড়ে হাতির আতঙ্ক, প্রাণ বাঁচাতে বেরিয়ে ছুট স্থানীয়দের

ABP Ananda 2022-06-11

Views 1

ঝাড়গ্রামজুড়ে এখন হাতির আতঙ্ক। রাতে দলমার দাঁতালদের দাপাদাপি, দিনে স্থানীয় জঙ্গলে থাকা হাতির তাণ্ডব। ঝাড়গ্রামের গিধনির পডিহা এলাকায় গতকাল হামলা চালায় হাতির দল। প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুটতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে গোটা বাড়িই ভেঙে গুঁড়িয়ে দেয় দাঁতালরা। আজ সকালে জামবনির শাবলমারা এলাকায় যাত্রীসমেত বাস আটকে দেয় একটি দাঁতাল। শুঁড় দিয়ে বাসে ধাক্কা মারতে শুরু করে। আতঙ্কে বাস থেকে ছুটতে শুরু করেন যাত্রীরা। বন দফতর সূত্রে খবর, গিধনি, জামবনি, ঝাড়গ্রাম, সাঁকরাইল, নয়াগ্রাম রেঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে একশোরও বেশি হাতি। বন দফতরের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। বন দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS