উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় নাম রয়েছে মুর্শিদাবাদের সূর্যানি মণ্ডলের। বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী সূর্যানি ৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে এবারে সপ্তম স্থান (Seventh Rank) অধিকার করেছে। তাঁর কথায়, 'খুবই ভাল লাগছে। চেষ্টা করব এই ফলটা ধরে রাখার।'