৪৯৮ পেয়ে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা। স্বাভাবিকভাবেই নম্বরে ভীষণ খুশি অদিশা। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় অদিশা জানিয়েছেন, দিনে টিউশন বাদে মাত্র চার থেকে ৫ ঘণ্টা পড়াশোনা করতে সে। ৯ জন শিক্ষিকা ছিল তাঁর। আগামী দিনে কী করতে চায় অদিশা? প্রথম স্থানাধিকারী ছাত্রী জানাচ্ছেন, সৎ পথেই এগিয়ে যেতে চায় সে। আগামীদিনে পথ শিশুদের জন্য কাজ করার ইচ্ছেও রয়েছে তাঁর।