‘বিজেপির কিছু নেতা যে মন্তব্য করেছে তা জঘন্য চক্রান্ত’।‘দেশের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে, এ এক জঘন্য অপরাধ’।‘বিজেপির এই নেতাদের গ্রেফতার করা উচিত’।‘এর আগে বাংলাদেশের ঘটনা এ রাজ্যের বলে প্রচার করা হয়’।‘সেক্ষেত্রেও এই বিজেপি নেতারা অভিযুক্ত ছিলেন’।‘বাংলায় আমরা এসব করতে দিই না’।‘তাহলে বাংলায় কেন রাস্তা অবরোধ হবে’, হাওড়ায় পথ অবরোধ নিয়ে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য় করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।