শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যেই সল্টলেকে চাকরিপ্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের। ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণদের আজ বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকে। বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। তখনই ধরপাকড় শুরু করে পুলিশ। প্রায় দেড়শো জনকে আটক করা হয়।