শিক্ষক নিয়োগে নতুন পদ তৈরি নিয়েও এবার প্রশ্ন তুলল হাইকোর্ট। ‘যাঁরা চাকরি না পেয়ে অসন্তুষ্ট তাঁদের জন্য অতিরিক্ত পদ তৈরি হয়েছে। এই প্রক্রিয়া আসলে একটি অসুখ ঢাকতে আরেকটি অসুখ ডেকে আনা। এক্ষেত্রে নিয়োগে নতুন করে দুর্নীতি হবে না সেই প্রতিশ্রুতি কে দেবেন?,দক্ষিণ দিনাজপুরের চাকরিপ্রার্থীর মামলার প্রেক্ষিতে প্রশ্ন বিচারপতি রাজশেখর মান্থার।