‘চা বাগান শ্রমিকদের মজুরি ৬৭ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়েছে’‘প্রত্যেক চা বাগানে চা সুন্দরী ঘর তৈরি হবে’‘পর্যটকদের জন্য হোম স্টে তৈরিতে সরকার সাহায্য করবে’‘১ লক্ষ টাকা অর্থ সাহায্য করবে রাজ্য সরকার’‘আদিবাসী ছাত্রছাত্রীরা প্রত্যেকে মাধ্যমিকে প্রথম বিভাগে পাস করেছে’‘আদিবাসী ছাত্রছাত্রীরা আমাদের গর্ব’‘কেন্দ্রীয় সরকার রেশনের গম বন্ধ করেছে দিয়েছে’‘১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র’‘ভোটের আগে উজ্জ্বলা প্রকল্পে গ্যাস দিয়েছিল, ভোটের পর বন্ধ’‘ভোটের আগে পৃথক রাজ্যর প্রতিশ্রুতি দিয়েছিল’‘ভোটের আগে প্রতিশ্রুতি দেয় বিজেপি, ভোটের পর ভুলে যায়’‘রাজ্যে ১৩ লক্ষ মেয়েকে রূপশ্রী প্রকল্পে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে’‘আপনারা ভাল থাকলেই আমরা ভাল থাকব’, বললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়