মোবাইল ফোনে গেম খেলায় আপত্তি করায়, ঘুমন্ত মাকে গুলি করে মারার অভিযোগে গ্রেফতার ১৬ বছরের কিশোর। ২ দিন ধরে মায়ের দেহ বাড়িতেই রেখে দিয়েছিল সে। ১০ বছরের বোনকে ভয় দেখিয়ে চুপ থাকতেও বাধ্য করেছিল। জিজ্ঞাসাবাদে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। কিশোরের বাবা সেনাবাহিনীতে কর্মরত। কর্মসূত্রে তিনি পশ্চিম বর্ধমানে থাকেন বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, প্রথমে মাকে খুনের দায় ইলেকট্রিশিয়ানের ঘাড়ে চাপায় কিশোর। তার পরে বোনকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে পারে পুলিশ।