‘আমি অনেক বন্দুক দেখেছি, এসব বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে জানি।’ হুমকির প্রেক্ষিতে, আলিপুরদুয়ারে দাঁড়িয়ে এভাবেই কেএলও প্রধান জীবন সিংহকে পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘বিজেপির কেউ কেউ বলেন, আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।’