ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে হাড়হিম করা জোড়া খুনের ঘটনায় সিসি ক্যামেরাই এখন মূল হাতিয়ার পুলিশের কাছে। কিন্তু ব্যবসায়ী অশোক শা-র বাড়ির সামনে তিনটি সিসি ক্যামেরাই বিকল হয়ে পড়ে আছে। তাই রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরার ফুটেজেই নজর তদন্তকারীদের। গতকাল আনা হয় স্নিফার ডগ। ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে গিয়ে থেমে যায় পুলিশ কুকুর। সেই দূরত্বের ভিতরেই এক চিকিত্সকের বাড়িতে লাগানো রয়েছে ৮টি সিসি ক্যামেরা। তার সূত্র ধরে সামনের বড় রাস্তা ও পিছনের গলির ছবি মিলতে পারে। সেই ফুটেজের সূত্র ধরে আততায়ীর হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।