১৩ বছরের নাবালিকাকে পাটখেতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ এলাকারই দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার কথা বাড়িতে জানায় নাবালিকা। অভিযোগ, তারপর নাবালিকার এক আত্মীয়কেও ভয় দেখাতে ধারাল অস্ত্রের কোপ মারে ২ অভিযুক্তর সঙ্গীরা। ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাসুদেবপুরে। পরে পুলিশ গণধর্ষণে অভিযুক্ত ২ যুবক সহ ৩ জনকে গ্রেফতার করেছে। গণধর্ষণের পর সালিশি সভা বসিয়ে মিটমাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। অভিযোগ করেছেন নির্যাতিতার কাকা। সব অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য।