উত্তরবঙ্গে থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে সেখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষার কোনও পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। উল্টে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ কমবে, সেইসঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর।