Tmc MLA: ইলামবাজারে বিজেপি কর্মী খুনে ২ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ

ABP Ananda 2022-06-05

Views 1

বোঝার উপর শাকের আঁটি। ইপিএফের সুদ কমানোতেই মিলছে না রেহাই। আগামী সপ্তাহে বাড়তে পারে রেপো রেট। ফের বাড়তে পারে ইএমআই। খবর এএনআই সূত্রে।  গ্র্যাজুয়েট-পোস্ট গ্র্যাজুয়েটদের চাকরি নিয়ে এবার প্রশ্ন মন্ত্রী শোভনদেবের। ওঁকে সমর্থন করি। ভয় হয়, এটা বলায় ওঁর চাকরি চলে যাবে না তো? প্রশ্ন অধীরের। মন্ত্রীকে অভিনন্দন বিজেপির কাটমানি, সিন্ডিকেট থেকে সরে এসেছি। চিকিৎসকরা ছুটছেন টাকার পিছনে, বিস্ফোরক নির্মল মাজি। অপমানজনক, মন্তব্য আইএমএ সহ সভাপতির। ওঁর সম্পত্তি, কীভাবে হল, প্রশ্ন ডক্টরস ফোরামের।  ইলামবাজারে বিজেপি কর্মী খুনে ২ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। সিবিআই ডাকলেই সবার ফিউজ উড়ে যাচ্ছে। এবার গেলে বিরিয়ানি খাওয়াবে। কটাক্ষ সুকান্তর। হেনস্থা, পাল্টা কুণাল। বীরভূমের মহম্মদবাজারে ফের বিজেপিতে ভাঙন। প্রধান ও উপপ্রধান-সহ ৬ সদস্যের তৃণমূলে যোগ। আরও একটি পঞ্চায়েত দখল শাসক দলের। কামারহাটির বাম কাউন্সিলরও গেলেন তৃণমূলে।চোখের চিকিত্‍সায় দুবাইয়ে অভিষেক। গতিবিধিতে নজর রাখতে বিদেশমন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন ইডি-র, দেওয়া হল চিঠি, খবর সূত্রের।  কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না। দর্শকসংখ্যার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। শিল্পী কেকে-র মৃত্যু নিয়ে মন্তব্য রাজ্যপালের। বিজেপির সুরে কথা বলছেন, পাল্টা তৃণমূল। করোনার জন্য কোভিশিল্ড-কোভ্যাক্সিন টিকা নিলেও, দেওয়া যাবে করবেভ্যাক্স বুস্টার ডোজ, অনুমতি দিল ডিসিজিআই। বাড়াবে অ্যান্টিবডি, আশা চিকিত্সকদের। ছ’দিন পর রাজ্যে করোনায় মৃত্যু। কেরল-কর্ণাটক-মহারাষ্ট্র-তেলঙ্গানা-তামিলনাড়ুকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের। গাজিয়াবাদে মাঙ্কি পক্স সন্দেহে বালিকার নমুনা সংগ্রহ। টিটাগড়ের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে ২৪ বছরের নাইজিরিয় ফুটবলার গিসানের মৃত্যু। কীভাবে পড় গেলেন ওই ফুটবলার। তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS