পথ কুকুরদের খাবার দেওয়ায় উত্তর ২৪ পরগনার দুটি জায়গায় পশুপ্রেমীদের ওপর হামলার অভিযোগ উঠল। কাঁকিনাড়ার মাদ্রাল এলাকা বাসিন্দা এক মহিলার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির সামনে পথ কুকুরদের খেতে দেন। অভিযোগ, গতকাল পথ কুকুরদের খাবার দেওয়ার সময় তাঁকে মারধর করেন এক প্রতিবেশী। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ উঠেছে অশোকনগর কল্যাণগড় পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। গতকাল পথ কুকুরদের খাবার দিতে গেলে পশুপ্রেমী মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।