এবার মাধ্যমিকে কলকাতায় প্রথম ও রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে শ্রুতর্ষি ত্রিপাঠি। পাঠভবন স্কুলের ছাত্র সে। ৬৯০ পেয়ে চতুর্থ শ্রুতর্ষি। তার এই সাফল্যে খুশি পরিবার। কীভাবে এই সাফল্য অর্জন করল শ্রুতর্ষি এবং তাদের ভূমিকাই বা কী ছিল তা জানালেন তার বাবা শুভঙ্কর ত্রিপাঠী। তিনি বলেন, "কলেজের অধ্যক্ষ শুভঙ্করবাবু বলেন, "ছেলের পড়াশোনায় আমার থেকেও আমার স্ত্রীর ভূমিকা বেশি ছিল। জীবনের সমস্ত শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে ছেলেকে নিয়েই থেকেছে। আমরা অতি সাধারণ জীবন-যাপন করি।''