জব কার্ডের তালিকায় নাম রয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এই অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, দোতলা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা আবাস যোজনার তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত সদস্যার স্বামীর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।