ভায়বহ বন্যা ব্রাজিলে। গত ১ সপ্তাহ ধরে বন্যার জেরে ব্রাজিলে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। নিখোঁজ বহু। গত ৫ মাসে দক্ষিণ আফ্রিকার কোনও দেশ এমন ভয়াবহ বন্যার কবলে পড়ল। ব্রাজিলে গত এক সপ্তাহ ধরে বন্যা অব্যাহত। যার মধ্যে পারনামবুকোর অবস্থা কার্যত ভয়াবহ।